অাকাশ নিউজ ডেস্ক:
সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক পথচারীর প্রানহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, বুধবার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ি এলাকায় বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
তবে তিনি হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। পুলিশ জানায়, গাজীপুরের চন্দ্রা হতে পলাশ পরিবহনের একটি বাস আশুলিয়ার নবীনগরে দিকে যাচ্ছিল। পলাশবাড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি সড়কের উপর উল্টে যায়।
এর ফলে বাসের নিচে চাপা পড়ে এক পথচারী ঘটনাস্থলেই মারা যান। এবং আহত হন বাসের ১০ যাত্রী। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























