অাকাশ জাতীয় ডেস্ক:
সুন্দরবন উপকূলে বঙ্গোপসাগর থেকে মুক্তিপণের দাবিতে ২৩ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনী। অপহৃত জেলেদের ১৭ জন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার চাকলা ও ৬ জন বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাসিন্দা বলে দুবলা ফিশারমেন গ্রুপের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।
অপরদিকে র্যাব -৬ এর আপরেশন অফিসার জাহিদ হাসান জানান দুবলার চর এলাকা থেকে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা শনিবার ২০ জেলেকে অপহরন করেছে। তাদের আটকে রেখে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালাচ্ছে বনদস্যুরা। বিষয়টি জানার পর র্যাব তাদের উদ্ধারের জন্য কাজ শুরু করেছে।
সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপের সাধারন সম্পাদক কামাল উদ্দিন আহমেদ এ প্রতিনিধিকে জানান, সুন্দরবনের দুবলাচরের আলোরকোলের শুটকী পল্লীতে অবস্থান করা জেলেরা শুক্রবার দিবাগত গভীর রাতে বঙ্গোপসাগরের ৬ কিলোমিটার গভীরে গিয়ে জাল ফেলে মাছ ধরছিলেন। এসময়ে বনদস্যু বাহিনী বড় ভাই ও রফিক বাহিনীর সদস্যরা সেখানে হামলা চালিয়ে ২৩ জেলেকে মুক্তিপনের দাবীতে অপহরণ করে সুন্দরবনের গহীন অরণ্যে নিয়ে যায়।
বনদস্যুরা এখন দু’টি মোবাইল ফোনের নম্বর থেকে দুবলা ফিশারমেন গ্রুপের নেতাদের কাছে আপহৃত জেলেদের জনপ্রতি দুই লাখ টাকা করে ৪৬ লাখ টাকা মুক্তিপণ চাচ্ছে। দুটি বনদস্যু বাহিনীর হাতে ২৩ জেলে আপহরণের বিষয়টি আইন-শৃংখলা বাহিনীদের কাছে জানান হয়েছে বলে সুন্দরবনের দুবলা ফিশারমেন গ্রুপ জানিয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি বলেন, অপহরণের বিষয়টি তার জানা নেই। তবে দুবলা ফিসারমেন গ্রুপের সাধারন সম্পাদক কামাল উদ্দিন বনদস্যুদের দুটি মোবাইল ফোন নম্বার তাকে এসএমএস করে লোকেশন জানানোর অনুরোধ করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























