অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরের সিংড়া উপজেলায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সাত মাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন।
নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। এরা হলেন- মাইক্রোবাসের চালক পিন্টু ও আহনাব (২)। আরেকজনের নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার দুপুরে সাত মাইল এলাকায় বগুড়া থেকে সারদা পুলিশ একাডেমিগামী একটি মাইক্রোবাসের সঙ্গে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালক পিন্টু এবং দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় চারজন।
আকাশ নিউজ ডেস্ক 
























