অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনা শহরতলীর শহীদ রফিক উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার আরিফপুর মহল্লার হাশেম সরদারের ছেলে।
সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, শহরের কাজ শেষে দিলালপুর মহল্লার রফিক স্কুলের সড়ক বেয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি সাপেক্ষে লাশ বাড়ি নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























