ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র‌্যাব

অাকাশ জাতীয় ডেস্ক:

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮.৩০ এর দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর কয়েকঘন্টা আগে তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার কাওসার বিন কাশেম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা হাবিবুল আলমকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। বিদেশে বেআইনীভাবে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ’

‘আমরা জানতে পারি যে, তিনি বাংলাদেশে বসবাসরত কয়েকজন ক্যামেরুন নাগরিকের একটি জালিয়াত চক্রের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে রাত সাড়ে আটটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি র‌্যাবের সদস্যদের কাছ থেকে।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন হাবিবুল আলম। সেক্টর-২ এবং কে-ফোর্স এর অধীনে মুক্তিযুদ্ধ করেন তিনি। ১৭ জন তরুণ মুক্তিযোদ্ধার যে দলটি ঢাকা শহরে প্রথম প্রবেশ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল তাদের নেতৃত্বে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অমর বীরত্বের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছিল। হাবিবুল আলম এখন একজন ব্যবসায়ী এবং সক্রিয় স্কাউটার। তিনি একবার ওয়ার্ল্ড স্কাউট কমিটির সহসভাপতিও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছে র‌্যাব

আপডেট সময় ১০:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

বীর প্রতীক হাবিবুল আলমকে ছেড়ে দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এর সদস্যরা। বৃহস্পতিবার রাত ৮.৩০ এর দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর কয়েকঘন্টা আগে তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গিয়েছিল বলেই তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার কাওসার বিন কাশেম এই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার সকালে র‌্যাব-১ এর সদস্যরা হাবিবুল আলমকে তার অফিস থেকে গ্রেপ্তার করে। বিদেশে বেআইনীভাবে টাকা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়ার কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ’

‘আমরা জানতে পারি যে, তিনি বাংলাদেশে বসবাসরত কয়েকজন ক্যামেরুন নাগরিকের একটি জালিয়াত চক্রের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে রাত সাড়ে আটটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে। ’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানা যায়নি র‌্যাবের সদস্যদের কাছ থেকে।

১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন হাবিবুল আলম। সেক্টর-২ এবং কে-ফোর্স এর অধীনে মুক্তিযুদ্ধ করেন তিনি। ১৭ জন তরুণ মুক্তিযোদ্ধার যে দলটি ঢাকা শহরে প্রথম প্রবেশ করে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে লড়াই করার সাহস দেখিয়েছিল তাদের নেতৃত্বে দিয়েছিলেন তিনি।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অমর বীরত্বের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাব দিয়েছিল। হাবিবুল আলম এখন একজন ব্যবসায়ী এবং সক্রিয় স্কাউটার। তিনি একবার ওয়ার্ল্ড স্কাউট কমিটির সহসভাপতিও ছিলেন।