অাকাশ জাতীয় ডেস্ক:
নাটোরে অঙ্গন আহমেদ নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত অঙ্গন নলডাঙ্গা উপজেলার পাটুল গ্রামের আব্দুর রফিকের ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, শহরের কান্দিভিটা টিবি হাসপাতালের পাশে রাত সাড়ে ১০টার দিকে একদল দুর্বৃত্ত যুবলীগ কর্মী অঙ্গন আহমেদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নাটোর সদর হাসপাতালে গিয়ে অঙ্গনের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এদিকে ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান শুরু হয়েছে। নিহত অঙ্গন আহমেদ জেলা যুবলীগের একজন সক্রিয় কর্মী বলে স্বীকার করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব।
আকাশ নিউজ ডেস্ক 
























