অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
লেবাননের হিজবুল্লাহকে সঙ্গে নিয়ে সিরিয়ায় আইএসের সর্বশেষ ঘাঁটি পুনরুদ্ধার করেছে দেশটির সরকারি বাহিনী। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে একথা জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার মধ্যা্ঞ্চলে মাসব্যাপী অভিযানের পর আলবু কামাল এলাকা উদ্ধার করে সরকারি বাহিনী।
জোটের এক কমান্ডার দাবি করেছেন, আইএস এর শেষ ঘাঁটি আলবু কামাল মুক্ত করেছি আমরা। যেকোন সময় স্বঘোষিত রাজধানী পুরোপুরি মুক্ত হয়ে যাবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে আইএস প্রায় সবকিছুই ধ্বংস করে ফেলেছে। ২০১৫ সালে তারা ক্ষমতায় আসে। ইরাক ও সিরিয়া সীমান্তে নিজেদের ঘাটি গড়ে তোলে।
আলবু কামালের ওই লড়াইয়ে হিজবুল্লাহ সক্রিয় ভূমিকা পালন করেছিলো বলে জানান ই কমান্ডার। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলেও বলা হয়, ‘আলবু কামাল স্বাধীন।’ তবে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করে, এখনও স্বাধীন হয়নি এলাকাটি। লড়াই চালিয়ে যাচ্ছে দুই পক্ষ।
আকাশ নিউজ ডেস্ক 
























