অাকাশ জাতীয় ডেস্ক:
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় বন্ধুর হাতে খুন হয়েছে আরেক বন্ধু। নিহত কিশোরের নাম নাঈম মৃধা। আর খুনির নাম মাসুম মোল্লা। খেলার সময় তর্ক বিতর্কের এক পর্যায়ে মাসুম মোল্লা ব্যাট দিয়ে মাথায় আঘাত করলে মৃত্যু হয় নাঈম মোল্লার।
স্থানীয়রা জানায়, উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের গুয়াবাড়ীয়া গ্রামের খলিলুর রহমান মৃধার পুত্র নাঈম মৃধা ও একই ইউনিয়নের লামনা গ্রামের মতলেব মোল্লার পুত্র মাসুম মোল্লা মঙ্গলবার শেষ বেলায় দক্ষিন লামনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ক্রিকেট খেলছিল। দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় মাসুম মোল্লা ক্রিকেটের ব্যাট দিয়ে নাঈম মৃধার মাথায় আঘাত করলে সে অসুস্থ্ হয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে লেবুখালী নামক স্থানে তার মৃত হয়। তারা দু’জনেই বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ছাত্র। এই ঘটনায় ঘাতক মাসুম মোল্লাকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
আকাশ নিউজ ডেস্ক 
























