অাকাশ জাতীয় ডেস্ক:
শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল বন্ডেড ওয়ারহাউজ থেকে অবৈধ স্থানান্তর করে শুল্ক আইন লঙ্ঘনের অপরাধে বন্ড লাইসেন্স বাতিলের পাশাপাশি গোল্ডেন সন লিমিটেডকে বিপুল পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত এই কোম্পানিকে আগামী রোববারের (১২ নভেম্বর) মধ্যে জরিমানা বাবদ মোট ৪৩ কোটি ২৯ লাখ ১ হাজার ৮১১ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়ার আদেশ দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট।
২৯ অক্টোবর এই আদেশ জারি হলে এবিষয়ে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) ওয়েবসাইটে ঘোষণা দেওয়া হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























