অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ক্যামরুনের ডেপুটি স্পিকার এমিলিয়া মনজোয়া লিফাকা কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। পরবর্তী তিন বছরের জন্য তিনি এ পদে নির্বাচিত হলেন। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনের সাধারণ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হয়। সিপিএর মহাসচিব আকবর খান ভোটের ফল ঘোষণা করেন।
লিফাকা নির্বাচনে ১৯২ ভোটের মধ্যে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন। অপর দুই প্রার্থী কোক আইল্যান্ডের নিক্কি র্যাটেল পান ৭০ ভোট। ক্যারিবীয় দ্বীপ মনসেরাতের শার্লি এম ওসবোর্ন পেয়েছেন ১৫ ভোট। সিপিএ-এর ভাইস চেয়ারপারসনের দায়িত্বে থাকা মনজোবা লিফাকা ড. শিরীন শারমিন চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
এমিলিয়া মনজোবা লিফাকা সাংবাদিকদের বলেন, সিপিএ-এর যেসব অগ্রাধিকারমূলক কর্মসূচি রয়েছে, সেগুলো নিয়েই কাজ করব। বিদায়ী চেয়ারপারসন শিরীন শারমিন চৌধুরী নতুন চেয়ারপারসনকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি নতুন ধারণা নিয়ে সিপিএ এগিয়ে যাবে বলে আমি আশা করি।
আকাশ নিউজ ডেস্ক 

























