অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের কানাইঘাট উপজেলায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে চার পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত দুই শ্রমিক। ০৭ নভেম্বর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার লোভাছড়া পাথরকোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, নয়াবাজার এলাকায় বাংলা টিলা নামের পাহাড়ে ধস নেমেছে। অবৈধভাবে পাথর উত্তোলনের সময় পাহাড় ধসের এ ঘটনায় মাটি চাপা পড়ে লোভাছড়া পাথরকোয়ারির চার শ্রমিকের মৃত্যু হয়েছে। আর নিখোঁজ রয়েছেন দুই জন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























