অাকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে এক গৃহবধূকে ধর্ষণের পর তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যায় গৃহবধূর স্বামী বাড়ি থেকে বের হয়ে ধামের গান শুনতে গেলে ধর্ষণের এই ঘটনা ঘটে।
সদর থানার এসআই খায়রুল আনাম জানান, রোববার রাত ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খাগরাবাড়ি গ্রামের মো. বাপ্পীর (২০) বিরুদ্ধে তারা এই অভিযোগ পেয়েছেন। বাপ্পী ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক রোকেয়া সাত্তার বলেন, “গৃহবধূকে ধর্ষণের নমুনা পাওয়া গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।” গৃহবধূর শ্বশুর মো. দুলাল হোসেন অভিযোগ করেন, আমরা এ ঘটনার প্রতিবাদ করলে বাপ্পীসহ তার লোকজন আমাদের মারধর করে।
এসআই খায়রুল আরো বলেন, গৃহবধূকে একা পেয়ে বাপ্পী তার ঘরে ঢুকে মুখ চেপে ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে গেলে বাপ্পী পালিয়ে যান। পুলিশ ঘটনা তদন্ত ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























