অাকাশ জাতীয় ডেস্ক:
মোল্লাহাটে গতকাল রবিবার উপজেলাধীন ঘোষগাতী আকিজ বিড়ি ফ্যাক্টরী ও নগরকান্দি সোনালী বিড়ি ফ্যাক্টরীতে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিড়ি শ্রমিক নেতৃবৃন্দ বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার সহ শ্রমিক বেকার করার ষড়যন্ত্রবন্ধ করা, শ্রম আইন মোতাবেক শ্রমিকদের মজুরী প্রদান, শিল্প রক্ষা করা, শ্রমিকদের জীবন জীবিকা ও বাচর অধিকার প্রতিষ্ঠায় নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করাসহ নানা দাবি তুলে ধরেন। সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বি এস সি, সাধারণ সম্পাদক এম.কে বাঙালি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদাক হারিক হোসেন, বাগেরহাট বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
আবুল কাশেম কালিম, মোল্লাহাট প্রতিনিধি, বাগেরহাট
আকাশ নিউজ ডেস্ক 
























