অাকাশ জাতীয় ডেস্ক:
সিরাজগঞ্জের কামারখন্দে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের উপজেলার ঝাঐল ওভারব্রীজ এলাকায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন- নাটোর জেলার লালপুর উপজেলার নবীনগর গ্রামের ছাইদুর রহমান (৪০), খইমুদ্দিন (৬০), সিরাজগঞ্জের রায়য়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের ইসমাইল (২২) একই উপজেলার ভূয়াগাঁতী গ্রামের শাহীন (২২), রাজশাহী জেলার বাঘা উপজেলার আসাদুল (২৫), রাশেদুল (২৮) ও আসাদুল (১৮)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ঢাকা থেকে রাজশাহীগামী ‘ঈশ্বরদী এক্সপ্রেস’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























