অাকাশ জাতীয় ডেস্ক:
সিলেটের ওসমানীনগর উপজেলায় দুই ইরানি নাগরিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলো- সাইদ বাহা আলদিন হোসাইন (৫৩) ও রাহিম জাদেহ নাবিদ (২৮)। বুধবার (০১ নভেম্বর) দুপুরে উপজেলার তাজপুর বাজারের দুলন স্টোর থেকে তাদের আটক করে সোপর্দ করা হয়।
ওসমানীনগর থানার ওসি মো. সহিদ উল্যা দুই ইরানি নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, “তাজপুর বাজরের ব্যবসায়ীরা সন্দেহজনকভাবে দুই ইরানি নাগরিককে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। প্রকৃতপক্ষে তারা ইরানি নাগরিক কি-না তা তদন্ত চলছে। তদন্ত পর্যন্ত আটককৃত দুইজন থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























