অাকাশ জাতীয় ডেস্ক:
আয়কর মেলায় অংশ নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাস্তবায়নাধীন ভ্যাট অনলাইন প্রকল্প। রাজধানীর আগারগাঁওয়ে নতুন এনবিআর ভবনে সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।
মেলায় ভ্যাট অনলাইনের স্টলে গিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো নিবন্ধন করার পাশাপাশি ভ্যাট অনলাইন প্রকল্পের বিভিন্ন সুবিধা বিস্তারিত জানার সুযোগ থাকছে। দ্রুত নিবন্ধন করার পাশাপাশি ভ্যাট অনলাইন সম্পর্কিত বিভিন্ন তথ্য প্রদান করা হচ্ছে স্টল থেকে।
এ ছাড়া দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ভ্যাট প্রদানের লক্ষ্যে যে কেউ অনলাইনে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে দেশব্যাপী ভ্যাট অনলাইন সার্ভিস সেন্টার থেকে ভ্যাট সংক্রান্ত যে কোনো সেবা পাওয়ার সুযোগ থকবে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো কম্পিউটার কিংবা স্মার্টফোন থেকে এই ঠিকানায় গিয়ে অনলাইন নিবন্ধন করতে পারবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























