অাকাশ জাতীয় ডেস্ক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় বক্স খাটের ভিতরে পালিয়ে থাকা গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বুধবার রাত দেড়টার দিকে উপজেলার উত্তর শশীদল কাজিমুদ্দিন সর্দার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, থানার ওসি এসএএম শাহজাহান কবিরের নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ, এসআই তীথংকর ও সঙ্গীয় ফোর্স বুধবার রাত দেড়টার দিকে সর্দার বাড়ির তৈয়ব আলীর ছেলে মো. ছাদেকের (৪৭) রান্নাঘর থেকে পলিথিনে মোড়ানো দুটি বান্ডেলে ৫ মণ গাঁজা উদ্ধার করে।
এ সময় পালিয়ে থাকা গাঁজা ব্যবসায়ী মো. ছাদেককে তার বসতঘরের বক্স খাটের নিচ থেকে গ্রেফতার করে পুলিশ। থানার ওসি এসএএম শাহজাহান কবির বলেন, গ্রেফতারকৃত গাঁজা ব্যবসায়ীকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























