অাকাশ জাতীয় ডেস্ক:
লক্ষ্মীপুরে শীর্ষ সন্ত্রাসী মাসুম বিল্লাহ ওরফে লাদেন মাছুমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহর ছেলে। তার লাশ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, লাদেন মাসুম অস্ত্র ও চাঁদাবাজিসহ ২৮টি মামলার আসামি। স্থানীয় কালা মাসুদ-শাহাদাত বাহিনীর মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন তিনি। এ সময় ঘটনাস্থল থেকে দুইটি এলজি, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্টুজ, ১১টি কার্টুজের কোসা ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন বলেন, “লাদেন মাসুম পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। কালা মাসুদ-শাহাদাতের সঙ্গে মাসুম বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে মাসুম।“
আকাশ নিউজ ডেস্ক 
























