ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ অচেতন অবস্থায় রংপুরে উদ্ধার গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী কোনো বিশেষ ক্ষেত্রে ভোট দেওয়ার নির্দেশনা দেওয়া সরকারের উচিত নয়: আমির খসরু আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক মহলের কোনো চাপ নেই: শফিকুল আলম আমরা এখন আর আইসিইউতে নেই, কেবিনে উঠে এসেছি: অর্থ উপদেষ্টা ‘বন্দি থাকাকালে বেগম জিয়ার পক্ষে কথা বলার কেউই ছিলেন না’:আসিফ নজরুল নোয়াখালীকে হারিয়ে টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা জোট নয়, এককভাবেই নির্বাচনে লড়বে ইসলামী আন্দোলন ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে বাংলাদেশ মিশনে নিয়োগ

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত, এক বন্দুকধারী আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার স্থানীয় সময় বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাত) লোয়ার ম্যানহাটনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।’ নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কেমো ও মেয়র বিল দ্য ব্লাসিও এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, স্টুয়েভেস্যান্ট হাই স্কুলের পাশের একটি সাইকেল রুটে ট্রাক চালিয়ে হামলার পর একটি খেলনা বন্দুক দেখিয়ে স্থান ত্যাগ করার সময় ট্রাক চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে আহত হয়েছে সে। তাকে পুলিশি হেফাজতে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

নিউ ইয়র্ক পুলিশের দুই জন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, লোয়ার ম্যানহাটনের পশ্চিম দিকের রাস্তায় দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে সাইকেল চালানোর রুটে ঢুকে কমপক্ষে ছয় জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়রা অনেকে গুলির শব্দও শুনেছেন বলে জানিয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রুটে ঢুকে পড়ে। সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে নেওয়া হয়। অনেক মানুষ হতাহত হয়েছে এ ঘটনায়।

এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা। তারা জানায়, হামলাকারী ট্রাকটি একটি স্কুলবাসে ধাক্কা দিয়ে চার জনকে আহত করেছে। পরে ওই বাসটি থেকে সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়। এসময় হামলাকারী ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাদি হত্যার কেবল চার আসামি নয়, সম্পূর্ণ নেটওয়ার্কের বিচার চাই: ইনকিলাব মঞ্চ

নিউইয়র্কে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত, এক বন্দুকধারী আটক

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। মঙ্গলবার স্থানীয় সময় বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাত) লোয়ার ম্যানহাটনে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।’ নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কেমো ও মেয়র বিল দ্য ব্লাসিও এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউ ইয়র্ক পুলিশ জানায়, স্টুয়েভেস্যান্ট হাই স্কুলের পাশের একটি সাইকেল রুটে ট্রাক চালিয়ে হামলার পর একটি খেলনা বন্দুক দেখিয়ে স্থান ত্যাগ করার সময় ট্রাক চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে আহত হয়েছে সে। তাকে পুলিশি হেফাজতে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।

নিউ ইয়র্ক পুলিশের দুই জন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, লোয়ার ম্যানহাটনের পশ্চিম দিকের রাস্তায় দ্রুত গতিতে ট্রাকটি চালিয়ে সাইকেল চালানোর রুটে ঢুকে কমপক্ষে ছয় জনকে হত্যা করা হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয়রা অনেকে গুলির শব্দও শুনেছেন বলে জানিয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রুটে ঢুকে পড়ে। সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে নেওয়া হয়। অনেক মানুষ হতাহত হয়েছে এ ঘটনায়।

এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা। তারা জানায়, হামলাকারী ট্রাকটি একটি স্কুলবাসে ধাক্কা দিয়ে চার জনকে আহত করেছে। পরে ওই বাসটি থেকে সবাইকে নিরাপদে বের করে নিয়ে আসা হয়। এসময় হামলাকারী ট্রাকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: সিএনএন, বিবিসি।