অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
গত সাত দশক ধরে এ ধরনের পাশবিকতা চালানো হলেও মাতৃভূমি মুক্ত করার সংকল্প থেকে ফিলিস্তিনি জাতিকে একটুও টলানো যায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। সোমবারের ওই হামলায় আট ফিলিস্তিনি যুবক শহীদ ও অপর অন্তত আটজন আহত হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে এক প্রতিক্রিয়ায় বলেছেন, “রক্তপিপাসু ইহুদিবাদী সরকার যদি ভেবে থাকে ফিলিস্তিনি যুবকদের হত্যা করে তাদের স্বাধীনতাকামী মনোভাব মুছে ফেলতে পারবে তাহলে তারা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে।”
অবরুদ্ধ গাজার উপত্যকার দক্ষিণ প্রান্তের একটি ভূগর্ভস্থ টানেলে বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। এতে আট ফিলিস্তিনি যুবক শহীদ হন। উপত্যকাটি অবরুদ্ধ থাকায় সেখানকার ১৫ লাখ মানুষের জীবন রক্ষার জন্য এ ধরনের টানেল দিয়ে জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য আনা হয়।
এদিকে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, ফাতাহ আন্দোলনের সঙ্গে তাদের যে ঐক্য প্রক্রিয়া চলছে তা ক্ষতিগ্রস্ত করার জন্যই এ হামলা চালানো হয়েছে। হামাস আরো বলেছে, এই হামলা প্রমাণ করছে তেল আবিব গাজার বিরুদ্ধে আবার যুদ্ধ করতে চায়।
আকাশ নিউজ ডেস্ক 

























