ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

আবারো পাকিস্তানে খেলতে নামছে শ্রীলঙ্কা

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে সেই বহুল প্রতিক্ষীত সময়টি এসেছে। পাকিস্তানে আবারো ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ সন্ধ্যা ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি লড়তে যাচ্ছে পাকিস্তান।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের বহনকারী বাসের উপর হামলার পর দেশটি পাকিস্তানে যেকোন ম্যাচ খেলা থেকে বিরত ছিল। গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে গুলি করা হলে দলের ৬ জন খেলোয়ার আহত হন। নিহত হন ৬ জন পুলিশ সদস্য ও ২ জন সাধারণ মানুষ। এর পর থেকে পাকিস্তান বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ দুবাইতে আয়োজন করছে।

এদিকে এই ম্যাচকে ঘিরে পাকিস্তানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ বেশ কয়েক বছর ধরে পাকিস্তান চাচ্ছে তাদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে। রবিবার সকালে পাকিস্তান দল লাহোরে পৌছালে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। খবরে জানা যাচ্ছে, শ্রীলংকা দলটি আবু ধাবি থেকে লাহোরে আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করার পর তাদেরকে হোটেল পর্যন্ত একটি বোমা-নিরোধক বাসে করে নিয়ে যাওয়া হয়। এছাড়া যে রাস্তা দিয়ে সফরকারী দলটির বাস যাবে সেই রুট পুরোটা ভারী অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের ম্যাচটি সফলভাবে সম্পন্ন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া হয়ে আছে। কারণ ২০০৯ সালের হামলার পর তারা যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারো পাকিস্তানে খেলতে নামছে শ্রীলঙ্কা

আপডেট সময় ১২:২৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

অবশেষে সেই বহুল প্রতিক্ষীত সময়টি এসেছে। পাকিস্তানে আবারো ফিরতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। আজ সন্ধ্যা ৭টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-২০ ম্যাচটি লড়তে যাচ্ছে পাকিস্তান।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলংকার জাতীয় ক্রিকেট দলের বহনকারী বাসের উপর হামলার পর দেশটি পাকিস্তানে যেকোন ম্যাচ খেলা থেকে বিরত ছিল। গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে গুলি করা হলে দলের ৬ জন খেলোয়ার আহত হন। নিহত হন ৬ জন পুলিশ সদস্য ও ২ জন সাধারণ মানুষ। এর পর থেকে পাকিস্তান বেশিরভাগ আন্তর্জাতিক ম্যাচ দুবাইতে আয়োজন করছে।

এদিকে এই ম্যাচকে ঘিরে পাকিস্তানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ বেশ কয়েক বছর ধরে পাকিস্তান চাচ্ছে তাদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে। রবিবার সকালে পাকিস্তান দল লাহোরে পৌছালে কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে। খবরে জানা যাচ্ছে, শ্রীলংকা দলটি আবু ধাবি থেকে লাহোরে আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করার পর তাদেরকে হোটেল পর্যন্ত একটি বোমা-নিরোধক বাসে করে নিয়ে যাওয়া হয়। এছাড়া যে রাস্তা দিয়ে সফরকারী দলটির বাস যাবে সেই রুট পুরোটা ভারী অস্ত্রসহ পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজকের ম্যাচটি সফলভাবে সম্পন্ন করার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড মরিয়া হয়ে আছে। কারণ ২০০৯ সালের হামলার পর তারা যে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে সেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।