ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

২২৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্টুমের সেনওয়েজ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশের বিপক্ষে ২২৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার ৫১ বলে খেলা ৮৫ রানের সঙ্গে ডেভিড মিলারের ৩৬ বলে খেলা ১০১ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশকে ২২৫ রানের বিশাল লক্ষ্য দিয় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার দলপতি সাকিব আল হাসান। সাকিবের করা প্রথম ওভার থেকে ৯ রান তুলে নিয়ে শুরুটা ভালই করে প্রোটিয়ারা। তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই আঘাত করেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারের ৩য় বলে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার মোশেলে। ৫ বলে ৫ রান করেন তিনি।

এরপর ডুমিনিকে সাথে নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছিলেন হাশিম আমলা। তবে তাদের সে লড়াই বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় নি। দলীয় ৩৭ রানের মাথায় আবারও আঘাত হানেন সাকিব। ৮ বলে ৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন প্রোটিয়া দলপতি ‍ডুমিনি।

এরই মধ্যে অর্ধশতক তুলে নেন হাশিম আমলা। অপরপ্রান্তে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ডি ভিলিয়ার্স। দলীয় ৭৮ রানের মাথায় ১৫ বলে ২০ রান করে সাইফের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন ডি ভিলিয়ার্স।

এরপর দলীয় ১৫৭ রানের মাথায় ৫১ বলে ৮৫ রান করে সাইফউদ্দিনের বলে সীমানায় ধরা পড়েন আমলা। তবে অপরপ্রান্তে আক্রমণ অব্যাহত রাখেন ০ রানে জীবন পাওয়া ডেভিড মিলার। শেষ পর্যন্ত তার ৩৬ বলে ১০১ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৪ রানের পাহাড় গড়ে আফ্রিকা। এর মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে ৫ ছক্কায় ৩১ রান তুলে নেন মিলার। ৭টি চারের পাশাপাশি ৯টি বিশাল ছয়ের মারে সাজানো ছিল মিলারের ইনিংস।

৪ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নিলেও তার জন্য তার ৪ ওভারে দিতে হয়েছে ৫৩ রান।

সফরে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রত্যেকটি ম্যাচ হারা বাংলাদেশ টি-২০তে হোয়াইটওয়াশ এড়াতে দরকার ২২৫ রান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে টাইগাররা

আপডেট সময় ১২:০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্টুমের সেনওয়েজ দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে বাংলাদেশের বিপক্ষে ২২৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হাশিম আমলার ৫১ বলে খেলা ৮৫ রানের সঙ্গে ডেভিড মিলারের ৩৬ বলে খেলা ১০১ রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশকে ২২৫ রানের বিশাল লক্ষ্য দিয় স্বাগতিকরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার দলপতি সাকিব আল হাসান। সাকিবের করা প্রথম ওভার থেকে ৯ রান তুলে নিয়ে শুরুটা ভালই করে প্রোটিয়ারা। তবে নিজের দ্বিতীয় ওভারে এসেই আঘাত করেন সাকিব। ইনিংসের তৃতীয় ওভারের ৩য় বলে সাকিবের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার মোশেলে। ৫ বলে ৫ রান করেন তিনি।

এরপর ডুমিনিকে সাথে নিয়ে ইনিংস লম্বা করার চেষ্টা করছিলেন হাশিম আমলা। তবে তাদের সে লড়াই বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয় নি। দলীয় ৩৭ রানের মাথায় আবারও আঘাত হানেন সাকিব। ৮ বলে ৪ রান করে সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হন প্রোটিয়া দলপতি ‍ডুমিনি।

এরই মধ্যে অর্ধশতক তুলে নেন হাশিম আমলা। অপরপ্রান্তে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন ডি ভিলিয়ার্স। দলীয় ৭৮ রানের মাথায় ১৫ বলে ২০ রান করে সাইফের বলে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন ডি ভিলিয়ার্স।

এরপর দলীয় ১৫৭ রানের মাথায় ৫১ বলে ৮৫ রান করে সাইফউদ্দিনের বলে সীমানায় ধরা পড়েন আমলা। তবে অপরপ্রান্তে আক্রমণ অব্যাহত রাখেন ০ রানে জীবন পাওয়া ডেভিড মিলার। শেষ পর্যন্ত তার ৩৬ বলে ১০১ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৪ রানের পাহাড় গড়ে আফ্রিকা। এর মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিনের করা ১৯তম ওভারে ৫ ছক্কায় ৩১ রান তুলে নেন মিলার। ৭টি চারের পাশাপাশি ৯টি বিশাল ছয়ের মারে সাজানো ছিল মিলারের ইনিংস।

৪ ওভার বল করে ২২ রান খরচায় ২ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের সফলতম বোলার সাকিব আল হাসান। তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট নিলেও তার জন্য তার ৪ ওভারে দিতে হয়েছে ৫৩ রান।

সফরে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। প্রত্যেকটি ম্যাচ হারা বাংলাদেশ টি-২০তে হোয়াইটওয়াশ এড়াতে দরকার ২২৫ রান।