অাকাশ জাতীয় ডেস্ক:
লালমনিরহাট জেলার সদর উপজেলায় লাইসেন্স ছাড়া জ্বালানী তেল বিক্রির দায়ে জহুরুল হক (৪৫) নামে এক বিক্রেতার ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের সাকোয়া বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের পেশকার রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার সাকোয়া বাজারে লাইসেন্স ছাড়াই পেট্রোল ও ডিজেল জ্বালানী তেল বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা খাতুন ফোর্স নিয়ে ওই বাজারে অভিযান পরিচালনা করেন।
তিনি আরো জানান, এ সময় ওই বাজারের জ্বালানী তেল বিক্রেতা জহুরুল হকের ডিপুতে গিয়ে লাইসেন্স ছাড়া তেল বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ জানান, আমাদের এই ভেজাল বিরোধী অভিযান চলমান রয়েছে। এছাড়া আগামী দিনেও তা অব্যহত থাকবে বলে তিনি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























