অাকাশ জাতীয় ডেস্ক:
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. এম এ হান্নান ফিরোজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সংবাদ মাধ্যমে পাঠানো এক শোকবাণীতে শিল্পমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
হান্নান ফিরোজ রোববার সকাল ৬টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
আকাশ নিউজ ডেস্ক 

























