অাকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ সহায়তা দিতে উখিয়া যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার গাড়ি বহরে ক্ষমতাসীনরা হামলা এবং বাধা দিচ্ছে। রাজধানীর নয়া পল্টনে অবস্থিত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, বেগম জিয়ার সফর সম্পর্কে পুলিশ প্রশাসনকে জানানো হলেও তারা কোনো সহযোগিতা করছে না। এছাড়া ফেনীতে রাস্তায় গাছ ফেলে প্রতিবন্ধতা সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।
তিনি আরো বলেন, খালেদা জিয়াকে পথে পথে সম্বর্ধনা জানাতে মানুষের ঢল দেখে ক্ষমতাসীনরা প্রলাপ বকছেন।
আকাশ নিউজ ডেস্ক 





















