অাকাশ জাতীয় ডেস্ক:
টাঙ্গাইলের মির্জাপুরে সিএনজি চালিত অটো রিক্সার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এস এম শাহ আলম (৬০) নিহত হয়েছেন। এসময় নিহতের ছেলে মোটরসাইকেল চালক আবু রায়হান সুজন আহত হন। সুজনকে কুমুদিনী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মির্জাপুরের পাকুল্যা-লাউহাটি সড়কের গল্লী নামক স্থানে। নিহতের বাড়ি উপজেলার বানাইল ইউনিয়নের ভাবখন্ড গ্রামে।
জানা গেছে, শুক্রবার সকালে বাবা শাহ আলমকে নিয়ে চেলে সুজন মোটরসাইকেলযোগে বাড়ি থেকে পাকুল্যা আসছিলেন। পথিমধ্যে গল্লী নামক স্থানে পৌছালে পশ্চিম দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটো রিক্সা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি দুর্ঘটনাকবলিত হয়। পরে স্থানীয় লোকজন শাহ আলম ও সুজনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. জয়ন্ত শাহ আলমকে মৃত ঘোষণা করেন এবং ছেলে সুজনকে চিকিৎসা দেন।
আকাশ নিউজ ডেস্ক 






















