অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে। নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাত পারবে না ইরান। তেহরান বলে আসছে, এ ধরনের অস্ত্র বানানোর কোনো ইচ্ছাও নেই। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে আমেরিকা এ ব্যবস্থা নেবে।
আমেরিকা বেশ কিছুদিন থেকে দাবি করে আসছে- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে ইরান ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে। ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা সই হওয়ার পর তা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন করা হয়েছে।
১৩ অক্টোবর হোয়াইট হাউজ থেকে দেয়া বক্তৃতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা প্রত্যয়ন করবেন না বলে ঘোষণা দিয়েছেন তবে তিনি এ সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নেন নি। বিষয়টিতে সিদ্ধান্ত নেয়ার জন্য তিনি কংগ্রেসকে ৬০ দিন সময় দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 
























