অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
দৈনিক ৫২জন মুসলমানকে হত্যা করা হয়, ১০৯ নারীকে ধর্ষণ করা হয়, ৪৬ টি গাড়ি চুরি করা হয় এমন দেশের নাম মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। জাতিসংঘের চোখের সামনে ঘটছে এসব পাশবিক হত্যাকাণ্ড আর ধ্বংসযজ্ঞ।
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের পুলিশমন্ত্রী ফেকলি মেবালোলা বলেন, দেশে দৈনিক কমপক্ষে ৫২ জন মুসলমানকে হত্যা করা হয়। বিগত ১২ মাসে ঘটিত হত্যাযজ্ঞের পরিসংখ্যান রিপোর্ট দিতে গিয়ে পুলিশের বিশেষ কমিটির সভায় এ কথা বলেন পুলিশমন্ত্রী।
রিপোর্টে বলা হয়, দেশে দৈনিক ৫২ জনকে হত্যা করা হয়, ১০৯ জন নারীকে ধর্ষণ করা হয়, ৪৬ টি চুরি হয় ।হত্যাকান্ডের শিকার অধিকাংশই মুসলিম। অন্যান্য ধর্মের সংখ্যা খুবই কম।
পুলিশমন্ত্রী জানান, বছরে ২.১ মিলিয়ন মানুষ হত্যাযজ্ঞের শিকার হয়। তাছাড়া এই কয়েক বছরে অপরাধের মাত্রা বেড়ে গেছে। তিনি আরও বলেন, অপরাধের হার ১.৮ বেড়েছে, গাড়ি চুরির হার ১৪ % বেড়েছে, ঘরে চুরির হার ৭ % এবং কর্মস্থলে চুরির হার ৫ % বেড়েছে। মন্ত্রী আরও বলেন, লাইসেন্সবিহীন অস্ত্র ব্যবহারের হার ৯ % বেড়েছে।
আকাশ নিউজ ডেস্ক 



















