আকাশ স্পোর্টস ডেস্ক:
মাঠে একজন ফুটবলারের সবচেয়ে বড় শত্রু হলো গোলরক্ষক। তবে শত্রুতা ভুলে কোনো ফুটবলার যদি সেই গোলরক্ষক শত্রুর প্রাণ বাঁচায়, তাহলে তো সেটাকে সংবাদ বলতেই হয়। গত ফেব্রুয়ারিতে চেক প্রজাতন্ত্রের একটি ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে গোলরক্ষকের প্রাণ বাঁচিয়ে অনন্য এক নজির সৃষ্টি করেছিলে প্রতিপক্ষ দলের ফুটবলার ফ্রান্সিস কোনি। এমন মহৎ উদ্যোগকে পুরস্কৃত করেছে ফিফা। বর্ষসেরা ফেয়ার প্লের পুরস্কার জিতেছেন টোগোর এই স্ট্রাইকার।
চেক প্রজাতন্ত্রের ফুটবল লিগে বোহেমিয়ানস ১৯০৫-এর বিপক্ষে স্লোভাকোরের ডিফেন্ডার ড্যানিয়েল কেসিরিচ দ্রুতগতিতে বল নিয়ে ডি-বক্সের ভেতর ঢোকার চেষ্টা করছেন। এমন সময় এগিয়ে এলেন বোহেমিয়ান্সের গোলরক্ষক মার্টিন বার্কোভেক। গোল বাঁচাতে বক্সের বাইরে চলে আসেন তিনি। এ সময় ড্যানিয়েল কেসিরিচের সঙ্গে সজোরে ধাক্কা লাগে বার্কোভেকের। এরপর সামলে ওঠার আগেই স্লোভাকোর স্ট্রাইকার ফ্রান্সিস কোনের সঙ্গে আবার ধাক্কা লাগে বার্কোভেকের। ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন এই গোলরক্ষক।
আকাশ নিউজ ডেস্ক 

























