আকাশ স্পোর্টস ডেস্ক:
ফিফার বর্সসেরা অ্যাওয়ার্ডের জন্য একে অপরকে যোগ্য ভাবেন না লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাই তো একে অপরকে ভোট দেননি।
ফিফার সদস্য প্রতিটি দেশের জাতীয় দলের কোচ, অধিনায়ক ও একজন নির্বাচিত সাংবাদিক এই ভোট দেন। প্রতিবার ফল ঘোষণার পরপর কে কাকে ভোট দিয়েছেন, এর তালিকা প্রকাশ করে ফিফা। রোনালদো পর্তুগালের অধিনায়ক হিসেবে ফিফায় ভোট দিচ্ছেন বেশ কয়েক বছর ধরে। মেসিও ভোট দিয়েছেন বেশ কয়েকবার।
প্রত্যেক ভোটার ক্রম অনুযায় তিনজনকে বেছে নিতে পারেন। রোনালদোর সেরা তিনে এবার আছেন লুকাস মডরিচ, সার্জিও রামোস ও মার্সেলোকে। আর মেসির তিন ভোট পেয়েছেন যথাক্রমে লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা ও নেইমার।
নেইমারের অবশ্য ভোট দেওয়ার সুযোগ ছিল না। ভোটের সময় ব্রাজিলের অধিনায়ক ছিলেন দানি আলভেস। তিনি তিনটি ভোট দিয়েছেন যথাক্রমে নেইমার, মেসি ও রোনালদোকে।
আকাশ নিউজ ডেস্ক 

























