অাকাশ জাতীয় ডেস্ক:
সাতক্ষীরার বিনেরপোতায় বাস ও ট্রাক ক্রসিং করার সময় রাব্বি (৯) নামে এক শিশুর মাথা কেটে রাস্তায় পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বেলা ৩টার দিকে শহরের অদূরে বিনেরপোতা নামকস্থানে এ ঘটনাটি ঘটে। নিহত রাব্বি শহরের ইটাগাছা গ্রামের সোহাগ হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস সাতক্ষীরা বিনেরপোতা নামকস্থানে পোঁছালে রাব্বি বমি করতে চাইলে তার মা তাকে বাসের জানালা দিয়ে বমি করানোর চেষ্টা করে। এ সময় খুলনা গামী একটি ট্রাক বাসটিকে ক্রসিং করার সময় রাব্বির গলা কেটে ধড় থেকে মাথা আলাদা হয়ে রাস্তায় পড়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, দেহ থেকে বিছিন্ন হয়ে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























