অাকাশ জাতীয় ডেস্ক:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, কাজের ব্যাপারে আমার কাছে দলমত নেই। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই আমার কাজ আপনাদের সেবা ও এলাকার উন্নয়ন করা। ভোট দিয়েছেন কাজ করার জন্য আমি কাজ করছি। কে আমাকে ভোট দিয়েছে আর কে দেয় নাই সে হিসেব করে আমি উন্নয়ন কাজ করছি না। কারণ যে ভোট দিয়েছে তিনিও সিটির নাগরিক যে ভোট দেয় নাই তিনিও সিটির নাগরিক। মেয়র হিসেবে আমি দলমত নির্বিষে সকলকে সমান দৃষ্টিতে দেখছি। পাশাপাশি দলমত নির্বিশেষ জনসেবা করার জন্য তিনি কাউন্সিলরদের প্রতি আহবান জানান। গতকাল রোববার সকালে নাসিক ৬ ও ৭ নং ওয়ার্ডে ৮ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে ৪ টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
মেয়র সেলিনা হায়াৎ আইভী প্রথমে সকাল সাড়ে ১০ টায় নাসিক ৬ নং ওয়ার্ডে ৬ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ২ টি রাস্তার কাজের উদ্বোধন করেন। শিমুলপাড়াস্থ মুনলাইট গার্মেন্টস সংলগ্ন থেকে আদমজীর শ্রমিক নেতা মরহুম রেহান উদ্দিন রেহানের বাড়ী পর্যন্ত ১ টি ও সিএমবি রোড থেকে বটতলা হয়ে বায়তুননূর জামে মসজিদ থেকে এসও রোড পর্যন্ত ১টি সড়কের উদ্বোধন করেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হাজী মতিউর রহমান মতি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র মিনুয়ারা বেগম মিনু, সিটির সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন আহমেদ সরদার, সোনামিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সাইদুল হক সাইদ, নাায়ণগঞ্জ শহর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হোদা বাবু, যুবলীগ নেতা জামান, মানিক মাষ্টার, আশরাফ, আবু খান, আল-আমিন ভুঁইয়া ও মিজানুর রহমানসহ প্রমুখ। ঠিকাদার শফিকুল হক তালুকদারের মালিকানাধিন মেসার্স স্টার লাইন সার্ভিসেস লিমিটেড এ কাজের টেন্ডার পেয়েছে।
অপর দিকে বেলা সাড়ে ১১ টায় নাসিক ৭ নং ওয়ার্ডের কদমতলী এলাকায় ২ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে আরো দু,টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র। এসময় উপস্থিত ছিলেন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলী হোসেন আলাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেয়র আরো বলেন, ৬ নং ওয়ার্ডে যেসব পুকুর আছে তার সৌন্দর্য করণ কাজ করার আশ্বাস দেন মেয়র। তিনি বলেন, আপনারা জায়গা দেন আমি খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণ করে দেই। যা করলে আপনাদের কল্যাণ হবে।তিনি বলেন, সিটির ২৭ টি ওয়ার্ডের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ হয়েছে শুধু লাইটিং করার জন্য। কিছু দিনের মধ্যেই এ প্রজেক্টের কাজ শুরু হবে।
আকাশ নিউজ ডেস্ক 

























