অাকাশ জাতীয় ডেস্ক:
মুন্সীগঞ্জে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মুন্সীগঞ্জ চুড়াইন গ্রামের আবুল হোসেন দেওয়ানের ছেলে আলামিন দেওয়ানের সাথে পারিবারিক ভাবে ১০ বছর পূর্বে মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার রাউৎভোগ গ্রামের মৃত বছু মাতবরের মেয়ে সালমা আক্তার(২৬) এর সাথে বিয়ে হয়। তাদের সংসারে দুইটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে স্বামী আলামিন বিভিন্ন ভাবে বাবার বাড়ী থেকে যৌতুকের জন্য মারধর করতো।
শুক্রবার দুপুরে স্বামী আলআমিন বাবার বাড়ী থেকে টাকার জন্য সালমা আক্তারকে বলে। কিন্তু সে বাবার বাড়ী থেকে টাকা আনতে অস্বীকার করলে স্বামী আলামিন ক্ষিপ্ত হয়ে নিজ বসত ঘবে তাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসাইন জানান লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 

























