আকাশ জাতীয় ডেস্ক :
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৫০০ গ্রাম গাঁজা ও ৫৫টি ইয়াবা ট্যাবলেটসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার রাতে সদর উপজেলার দক্ষিণ মহাকালি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— হাবিবুর রহমান হাবিব (৩৩) ও তার স্ত্রী লিপি আক্তার (৩০)।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক পলাশ কান্তি রায়ের নেতৃত্বে একটি দল দক্ষিণ মহাকালি এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি টিনশেড ঘরে তল্লাশি চালিয়ে হাবিবুর রহমান ও লিপি আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৫টি ইয়াবা ট্যাবলেট এবং ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক হাবিবুর রহমান হাবিব দক্ষিণ মহাকালি এলাকার নুর ইসলাম সরকারের ছেলে। ডিবি পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 






















