আকাশ স্পোর্টস ডেস্ক:
লিওনেল মেসি একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন। গোল করেই বসে থাকছেন না। সতীর্থদের মাধ্যমে করাচ্ছেন গোলও। আর এ প্রসঙ্গে গত চার মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে সবচেয়ে বেশি অ্যাসিস্টের পরিসংখ্যান সেটাই বলছে।
তবে এতদিন গোল করানোতে সতীর্থদের ৬৯টি গোলে সহায়তা করে এগিয়ে ছিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। কিন্তু গতকাল ম্যাচে বার্সা সতীর্থদের দিয়ে ৭০ গোল করিয়ে কেভিনকে ছাড়িয়ে গেলেন বার্সেলোনার এ প্রাণভোমরা।
সেই সঙ্গে এ গোলের মাধ্যমে আরেকটি কীর্তি হয়ে গেল মেসির। লা লিগায় এ নিয়ে ৫০০ গোলের সঙ্গে যুক্ত হলো মেসির নাম। ৩৯১ লিগ ম্যাচে ৩৬০টি গোলের সঙ্গে ১৪০টি গোলও করিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি।
আকাশ নিউজ ডেস্ক 

























