অাকাশ জাতীয় ডেস্ক:
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, সমাজে গ্রহণযোগ্য রাজনৈতিকের কখনো মৃত্যু হয় না। যাদের মধ্যে সততা ও আদর্শ রয়েছে তারাই সুস্থধারার রাজনীতি করতে পারেন। তিনি বলেন, আদর্শবান ব্যক্তিদের রাজনীতিতে আসতে হবে। তাহলেই সুন্দর সমাজ বিনির্মাণ হবে। শনিবার দুপুরে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম খলিফার শোক ও স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, নূরুল ইসলাম খলিফা একজন আদর্শবান রাজনীতিবিদ ছিলেন বলেই তাকে সবাই মৃত্যুর পরও মনে রেখেছেন। ঝালকাঠিতে প্রবীন রাজনীতিবিদদের মধ্যে তিনি অন্যতম। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ীদের সংগঠন ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হয়ে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন তিনি। তাঁর মতো অনেক ভালো মানুষ রয়েছেন, তাদের রাজনীতিতে আসতে হবে। তাহলে দেশ এগিয়ে যাবে এবং উন্নয়ন হবে।
আকাশ নিউজ ডেস্ক 




















