আকাশ জাতীয় :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া উত্তরা বাজারের একটি হোমিও চিকিৎসালয়ে রোগীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক ডাক্তার।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তাদেরকে আটক করে রাত ১২টার দিকে থানায় সোপর্দ করে স্থানীয়রা।
তারা জানান, উত্তরা বাজার এলাকার হোমিও চিকিৎসক গৌতমের কাছে সেবা নিতে গিয়ে তিন সন্তানের জননী ওই গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়েন।
প্রায় দু’বছর আগে চিকিৎসা নিতে আসার পর গৌতম এবং ওই নারী প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন বলে দুজনেই স্বীকার করেছেন।
এরপর প্রায়ই তারা চিকিৎসার নামে অবৈধ সম্পর্ক চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের।
শুক্রবার সকালে ওই চিকিৎসক ও রোগীকে কোর্টে চালান দেয় থানা পুলিশ। পরে তাদেরকে জেলহাজতে পাঠানো হয় বলে জানান রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায়।
আকাশ নিউজ ডেস্ক 

























