আকাশ জাতীয় ডেস্ক:
ঠাকুরগাঁওয়ে এক স্কুলছাত্রীকে (১৬) অস্ত্রের মুখে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে সদর উপজেলার গোবিন্দনগর ওরাওপাড়া থেকে ওই কিশোরীকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিম শিক্ষার্থী জানায়, শুক্রবার দুপুর ১টায় বালিয়াডাঙ্গী থেকে থ্রি-হুইলারে করে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হয় সে। পরে ৫-৬ জন দুর্বৃত্ত গাড়িটি গতিরোধ করে। অস্ত্রের মুখে তারা অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাকে। সেখানে নিয়ে তারা তাকে ধর্ষণ করে। সে জ্ঞান হারালে তাকে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
তবে ওই কিশোরীর দাবি, ধর্ষকদের ৬ জনের মধ্যে তিনজন তার এলাকার। এই তিন ব্যতক্তির সঙ্গে তাদের পারিবারিক বিরোধ চলছিল। অপর তিনজন মাস্ক পরা থাকায় তাদের চিনতে পারেনি সে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন বলেন, ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে পুলিশ ওই ছাত্রীকে হাত ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে। বর্তমানে সে চিকিৎসাধীন আছে। ডাক্তারি পরীক্ষার পর আইনি ব্যেবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























