ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

বাংলাদেশ দূতাবাসের সেবা পেলেন ৩০ হাজার প্রবাসী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় গত এক সপ্তাহে ৩০ হাজার প্রবাসীকে সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির অভিবাসন বিভাগের চলমান সাঁড়াশি অভিযানে প্রতিদিন দূতাবাসে হাজার হাজার প্রবাসীর ভিড় করছেন। শনিবার ও রোববার দু’দিনব্যাপী জহুর বারু সরকার নিয়ন্ত্রিত অগ্রণী রেমিটেন্স হাউসে চলছে কন্স্যুলার সেবা। দূতাবাস ছাড়া দেশটির প্রত্যেকটি প্রদেশে গত এক বছর ধরে চলছে কন্স্যুলার সেবা। শুধু জহুর বারুতেই নয় পেনাং, মালাক্কা, ক্যামেরুন হাইল্যান্ডসহ প্রতিটি প্রদেশে ছুটির দিন (শনি ও রোববার) প্রবাসীদের সেবা দিয়ে চলেছে। এ দুই দিন মালয়েশিয়ার সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও হাই কমিশন প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে।

এ দিকে দূতাবাস সকল প্রবাসীদের কন্স্যুলার সেবা নিশ্চিত করতে প্রতিটি প্রদেশের ন্যায় জহুর প্রদেশে প্রতি মাসের ৩য় সপ্তাহের শনি ও রোববার এবং পেনাংয়ে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার পেনাং জর্জ টাউন বিশপ স্ট্রিট দূতাবাসের কন্স্যুলেট অফিসে এবং রোববার পেনাং বুকিত মারতাজাম অগ্রণী রেমিটেন্স হাউজে কন্স্যুলার সেবা দেয়া হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।এ বিষয়ে শুক্রবার হাই কমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন, কোনোভাবেই দালালদের হাইকমিশনে ঘেঁষতে দেয়া হচ্ছে না। সিরিয়াল অনুযায়ী ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সবই হচ্ছে নিয়ম মোতাবেক।

হাইকমিশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী শ্রমিকবান্ধব হওয়ায় প্রবাসীরা দ্রুত সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকরা কোনো ধরনের দালাল ছাড়াই তাদের কাজ অল্প সময়ে শেষ করে চলে যেতে পারেন, ইতোমধ্যে সে উদ্যোগ নেয়া হয়েছে। ১৫ জুলাই শনিবার জহুর বারু কন্স্যুলার সেবা নিতে অগ্রণী রেমিটেন্স হাউজে শত শত প্রবাসীদের ভিড় দেখা গেছে। সবার কাছে পাসপোর্ট পৌঁছাতে দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রাইছ হাসান সারোয়ারের নেতৃত্বে চলছে কন্স্যুলার সেবা।

কন্স্যুলার সেবা নিতে আসা শত শত প্রবাসীদের উদ্দেশ্যে মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার বলেন, আপনারা দালালদের স্মরণাপন্ন হবেন না। আপনাদের সেবা দিতে দূতাবাস সর্বদা কাজ করছে। আপনাদের যত বড় সমস্যাই হোক না কেন আমাদের বলেন। দূতাবাসের কর্মকর্তারা সমস্যা সমাধান করে দেবেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জহুর বারু অগ্রণী রেমিটেন্স হাউসে দিনব্যাপী শুরু হওয়া কন্স্যুলার সেবা চলবে রোববার পর্যন্ত। প্রবাসীদের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্ট বিতরণে রয়েছেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।

এ ছাড়া আরও রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, তারিক আহমেদ, দূতাবাসের পাসপোর্ট শাখার অফিস সহকারী শুশান্ত সরকার, আরিফুল ইসলাম, সিকিউরিটি শামছুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

বাংলাদেশ দূতাবাসের সেবা পেলেন ৩০ হাজার প্রবাসী

আপডেট সময় ০২:০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ায় গত এক সপ্তাহে ৩০ হাজার প্রবাসীকে সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। দেশটির অভিবাসন বিভাগের চলমান সাঁড়াশি অভিযানে প্রতিদিন দূতাবাসে হাজার হাজার প্রবাসীর ভিড় করছেন। শনিবার ও রোববার দু’দিনব্যাপী জহুর বারু সরকার নিয়ন্ত্রিত অগ্রণী রেমিটেন্স হাউসে চলছে কন্স্যুলার সেবা। দূতাবাস ছাড়া দেশটির প্রত্যেকটি প্রদেশে গত এক বছর ধরে চলছে কন্স্যুলার সেবা। শুধু জহুর বারুতেই নয় পেনাং, মালাক্কা, ক্যামেরুন হাইল্যান্ডসহ প্রতিটি প্রদেশে ছুটির দিন (শনি ও রোববার) প্রবাসীদের সেবা দিয়ে চলেছে। এ দুই দিন মালয়েশিয়ার সরকারি অফিস আদালত বন্ধ থাকলেও হাই কমিশন প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে।

এ দিকে দূতাবাস সকল প্রবাসীদের কন্স্যুলার সেবা নিশ্চিত করতে প্রতিটি প্রদেশের ন্যায় জহুর প্রদেশে প্রতি মাসের ৩য় সপ্তাহের শনি ও রোববার এবং পেনাংয়ে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার পেনাং জর্জ টাউন বিশপ স্ট্রিট দূতাবাসের কন্স্যুলেট অফিসে এবং রোববার পেনাং বুকিত মারতাজাম অগ্রণী রেমিটেন্স হাউজে কন্স্যুলার সেবা দেয়া হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে।এ বিষয়ে শুক্রবার হাই কমিশনার মুহ. শহীদুল ইসলাম বলেন, কোনোভাবেই দালালদের হাইকমিশনে ঘেঁষতে দেয়া হচ্ছে না। সিরিয়াল অনুযায়ী ডিজিটাল পাসপোর্ট তৈরি এবং নবায়ন থেকে শুরু করে সবই হচ্ছে নিয়ম মোতাবেক।

হাইকমিশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী শ্রমিকবান্ধব হওয়ায় প্রবাসীরা দ্রুত সেবা পাচ্ছেন।
তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা শ্রমিকরা কোনো ধরনের দালাল ছাড়াই তাদের কাজ অল্প সময়ে শেষ করে চলে যেতে পারেন, ইতোমধ্যে সে উদ্যোগ নেয়া হয়েছে। ১৫ জুলাই শনিবার জহুর বারু কন্স্যুলার সেবা নিতে অগ্রণী রেমিটেন্স হাউজে শত শত প্রবাসীদের ভিড় দেখা গেছে। সবার কাছে পাসপোর্ট পৌঁছাতে দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রাইছ হাসান সারোয়ারের নেতৃত্বে চলছে কন্স্যুলার সেবা।

কন্স্যুলার সেবা নিতে আসা শত শত প্রবাসীদের উদ্দেশ্যে মিনিস্টার পলিটিক্যাল রইছ হাসান সারোয়ার বলেন, আপনারা দালালদের স্মরণাপন্ন হবেন না। আপনাদের সেবা দিতে দূতাবাস সর্বদা কাজ করছে। আপনাদের যত বড় সমস্যাই হোক না কেন আমাদের বলেন। দূতাবাসের কর্মকর্তারা সমস্যা সমাধান করে দেবেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জহুর বারু অগ্রণী রেমিটেন্স হাউসে দিনব্যাপী শুরু হওয়া কন্স্যুলার সেবা চলবে রোববার পর্যন্ত। প্রবাসীদের আবেদন জমা দেয়া এবং ডিজিটাল পাসপোর্ট বিতরণে রয়েছেন দূতাবাসের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার।

এ ছাড়া আরও রয়েছেন, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন, তারিক আহমেদ, দূতাবাসের পাসপোর্ট শাখার অফিস সহকারী শুশান্ত সরকার, আরিফুল ইসলাম, সিকিউরিটি শামছুল ইসলাম।