অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশে একটি ভবনে আগুন লেগে ১১ শ্রমিক নিহত হয়েছেন।। নিহতদের সবাই ভারত এবং বাংলাদেশি শ্রমিক। নাজরান পুলিশ বলছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছে আরও ছয়জন।
বুধবার দেশটির নাজরানে একটি জানালাবিহীন বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় নাজরান সিভিল ডিফেন্স বলছে, অগ্নিনির্বাপণকর্মীরা একটি পুরনো বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাড়িতে বাতাস চলাচলের কোনো জানালা ছিল না। টুইটে বলা হয়, দম বন্ধ হয়ে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন। নিহতরা সবাই বাংলাদেশ ও ভারতের বাসিন্দা।
আকাশ নিউজ ডেস্ক 

























