অাকাশ বিনোদন ডেস্ক:
আমেরিকান টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে মার্কিন নগরীতে পাড়ি দিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । এরপর অস্কার মঞ্চ, পিপল চয়েজ অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোবে নিজের উজ্জ্বল উপস্থিতি দিয়ে হলিউড সিনেমায় অভিনয় করে বসেছেন প্রিয়াঙ্কা।
এরপর বেওয়াচ সিনেমার মধ্যদিয়ে হলিউডে ক্যারিয়ারটা পাকাপোক্ত করেছেন। নতুন খবর হলো, প্রিয়াংকা চোপড়া তাঁর তৃতীয় হলিউড সিনেমা ‘ইজ নট ইট রোমান্টিক’র শুটিং শুরু করেছেন।
নিউইয়র্ক সিটিতে সিনেমাটির শুটিং সেটে তাঁকে দেখা যায় গোলাপি সানড্রেস পরিহিত অবস্থায়। এই রোমান্টিক কমেডি সিনেমার পরিচালক টড স্ট্রাস-স্কালসন। এতে প্রিয়াংকার সঙ্গে অভিনয় করছেন রেবেল উইলসন, অ্যাডাম ডেভিন এবং লিয়াম হামসওর্থ।