অাকাশ জাতীয় ডেস্ক:
পাবনার খয়েরসুতি পূর্বপাড়ায় ডোবা থেকে নুরুজ্জামান শেখ (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল দশটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান শেখ পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের খয়েরসুতি পূর্বপাড়ার তয়ন শেখের ছেলে।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) জালাল উদ্দিন জানান, সকালে বাড়ির পাশের একটি ডোবায় নুরুজ্জামানের মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা পর ডোবায় মৃতদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
আকাশ নিউজ ডেস্ক 
























