অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
চীনের জিলিন প্রদেশে উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবল বর্ষণের ফলে আটজনের প্রাণ হারিয়েছে ও একজন নিখোঁজ রয়েছে। শনিবার স্থানীয় কর্তৃপক্ষ একথা সিনহুয়াকে জানায়। প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানায় বৃহস্পতিবার ও শুক্রবারের টানা বর্ষণে জিলিন প্রদেশের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে শনিবার সকাল ৮টা পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার লোককে বাসস্থান ত্যাগ করতে বাধ্য করে।
রেকর্ড-ভাঙ্গা বৃষ্টিপাতে ইয়ংজি কাউন্টিতে পাঁচজন মারা যায়। টানা বর্ষণে ১৩ কাউন্টির প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষের জীবনে টানা বর্ষণে কষ্টের প্রভাব ফেলেছে এবং বহু বাড়িঘর, রাস্তাঘাট ও ব্রীজ-কালভার্ট ক্ষতিগ্রস্থ হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























