অাকাশ জাতীয় ডেস্ক:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বড়বিলে জীবিত কৈ মাছ গলার মধ্যে ঢুকে গেলে ইউনুছ মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। ইউনুছ মরড়া গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নূর হোসেন বলেন, সকালে শায়েস্তাগঞ্জ থানার মরড়া গ্রামের পার্শ্ববতী বড়বিলে মাছ ধরতে যান ইউনুছ। এ সময় একটি জীবিত কৈ মাছ ধরে কামড় দিয়ে রেখে আরেকটি মাছ ধরার চেষ্টা করেন তিনি। এর এক পর্যায়ে হঠাৎ করে কৈ মাছটি তার গলার মধ্যে ঢুকে যায়। খবর পেয়ে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























