অাকাশ জাতীয় ডেস্ক:
নোয়াখালীর সুর্বচরের চর বাটা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নারী মুক্তি কেন্দ্র মাইজদী টাউনহল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা নারী মুক্তি সংগঠক স্বর্ণালী আর্চায্য এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ মাকর্সবাদী জেলার সদস্য তারেকেশ্বর দেবনাথ নান্টু, নারী মুক্তি জেলা সংগঠক মুনতাহার প্রীতি। এছাড়া আরো উপস্থিত ছিলেন বাসদ মার্কসবাদী জেলা শাখার আহবায়ক দলিলুর রহমান দুলাল, ম্যাটস্ শিক্ষার্থী ইয়াছমিন আক্তার ও নুরজাহান হেলালী মেম্বার।
আকাশ নিউজ ডেস্ক 
























