ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

হারভে আমাকেও ধর্ষণ করেছেন: লিসেটে অ্যান্থনি

অাকাশ বিনোদন ডেস্ক:

১৯৮০র দশকের এক সকাল। ১০টার মতো হবে। আমার ফ্লাটে এসে উপস্থিত প্রযোজক হারভে উইন্সটেন। ঘরে প্রবেশ করেই তিনি আমার গায়ে গা মিশাতে থাকেন। আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগেন। আমাকে যেঁতে ধরেন একটি র‌্যাকের সঙ্গে। তিনি এ সময় আমাকে চুমু দেয়ার চেষ্টা করছিলেন। আমাকে আরো ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি তাকে বাধা দিয়েছিলাম। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি ছিলেন অনেক ভারি শরীরের অধিকারী। তাই শেষ পর্যন্ত আমাকে পরাজিত করা হলো। তিনি আমাকে ধর্ষণ করেছেন।

হলিউডে এ সময়ে যৌন কেলেঙ্কারিতে জর্জরিত আলোচিত প্রযোজক হারভে উইন্সটেনের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন এবার ইংল্যান্ডের অভিনেত্রী লিসেটে অ্যান্থনি (৫৪)। নায়িকাদের একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে শনিবার জরুরি বৈঠকে বসে হারভে উইন্সটেনকে বহিষ্কার করে। তিনি এর আজীবন সদস্য। তা বাতিল করা হয়েছে। এই অভিনেতার ছবি ‘শেক্সপিয়ার ইন লাভ’ ছবির জন্য ব্যক্তিগতভাবে ১৯৯৯ সালে জিতেছেন অস্কার ফর বেস্ট পিকচার পুরস্কার। তবে তাকে দেয়া পুরস্কার অস্কার পরিচালনা পরিষদ বাতিল করবে বা কেড়ে নেবে কিনা তা পরিষ্কার নয়। এ খবর প্রকাশ হওয়ার পরই প্রকাশ্যে অভিযোগ নিয়ে এলেন লিসেটে অ্যান্থনি। গত সপ্তাহে স্কটল্যান্ড ইয়ার্ড বলেছিল, তারা একজন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ তদন্ত করছে। তবে তারা সে সময় ওই অভিনেত্রীর নাম প্রকাশ করে নি।

তবে এবার টাইমস অব লন্ডনকে দেয়া এক সাক্ষাতকারে নিজের নাম, অভিযোগ সব প্রকাশ করে দিয়েছেন ওই অভিনেত্রী। উল্লেখ্য, লিসেটে অ্যান্থনি উডি এলেনের ‘হাসব্যান্ড অ্যান্ড ওয়াইভস’ চবিতে অভিনয় করেছেন। তিনি বলেছেন, তার ওপর হারভের চালানো পাশবিকতা ছিল ঘৃণাজনক। এতে তিনি বিতৃষ্ণ ও বিব্রত। হারভে উইন্সটেনের বিরুদ্ধে অ্যানজেলিনা জোলি সহ একের পর এক অভিনেত্রী, নারীর যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় চলছে পুরো সিনেমা জগতে। সারাবিশ্বে গুরুত্ব দিয়ে এ নিয়ে রিপোর্ট প্রকাশ হচ্ছে। বিশেষ করে পশ্চিমা মিডিয়ায় পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় প্রাধান্য পাচ্ছে এ সংক্রান্ত রিপোর্ট। তাদের চোখে হারভে উইন্সটেন হলেন হলিউডের মুঘল। দুর্দান্ত প্রভাবশালী। এমন একজন প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসায় মুখ খুলে দিয়েছেন নির্যাতিত অভিনেত্রীরা। তাদেরই একজন লিসেটে অ্যান্থনি।

হারভে উইন্সটেনের বিরুদ্ধে বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী রোজ ম্যাকগোয়েন। এ নিয়ে তার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগকারী নায়িকার সংখ্যা দাঁড়ালো চার। ওদিকে আরিজোনা রাজ্যে যৌন আসক্তির চিকিৎসা নিচ্ছেন হারভে উইন্সটেন। ২০০৫ সালে তিনি ভাই বব উইন্সটেনের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন প্রযোজক প্রতিষ্ঠান মিরামার। তার বিরুদ্ধে যৌনতার অভিযোগ আসার পর সেই কোম্পানি থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

হারভে আমাকেও ধর্ষণ করেছেন: লিসেটে অ্যান্থনি

আপডেট সময় ০১:৩৪:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

অাকাশ বিনোদন ডেস্ক:

১৯৮০র দশকের এক সকাল। ১০টার মতো হবে। আমার ফ্লাটে এসে উপস্থিত প্রযোজক হারভে উইন্সটেন। ঘরে প্রবেশ করেই তিনি আমার গায়ে গা মিশাতে থাকেন। আমাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে নিয়ে যেতে লাগেন। আমাকে যেঁতে ধরেন একটি র‌্যাকের সঙ্গে। তিনি এ সময় আমাকে চুমু দেয়ার চেষ্টা করছিলেন। আমাকে আরো ঘরের ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আমি তাকে বাধা দিয়েছিলাম। তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি ছিলেন অনেক ভারি শরীরের অধিকারী। তাই শেষ পর্যন্ত আমাকে পরাজিত করা হলো। তিনি আমাকে ধর্ষণ করেছেন।

হলিউডে এ সময়ে যৌন কেলেঙ্কারিতে জর্জরিত আলোচিত প্রযোজক হারভে উইন্সটেনের বিরুদ্ধে এমন অভিযোগ করলেন এবার ইংল্যান্ডের অভিনেত্রী লিসেটে অ্যান্থনি (৫৪)। নায়িকাদের একের পর এক যৌন কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে শনিবার জরুরি বৈঠকে বসে হারভে উইন্সটেনকে বহিষ্কার করে। তিনি এর আজীবন সদস্য। তা বাতিল করা হয়েছে। এই অভিনেতার ছবি ‘শেক্সপিয়ার ইন লাভ’ ছবির জন্য ব্যক্তিগতভাবে ১৯৯৯ সালে জিতেছেন অস্কার ফর বেস্ট পিকচার পুরস্কার। তবে তাকে দেয়া পুরস্কার অস্কার পরিচালনা পরিষদ বাতিল করবে বা কেড়ে নেবে কিনা তা পরিষ্কার নয়। এ খবর প্রকাশ হওয়ার পরই প্রকাশ্যে অভিযোগ নিয়ে এলেন লিসেটে অ্যান্থনি। গত সপ্তাহে স্কটল্যান্ড ইয়ার্ড বলেছিল, তারা একজন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ তদন্ত করছে। তবে তারা সে সময় ওই অভিনেত্রীর নাম প্রকাশ করে নি।

তবে এবার টাইমস অব লন্ডনকে দেয়া এক সাক্ষাতকারে নিজের নাম, অভিযোগ সব প্রকাশ করে দিয়েছেন ওই অভিনেত্রী। উল্লেখ্য, লিসেটে অ্যান্থনি উডি এলেনের ‘হাসব্যান্ড অ্যান্ড ওয়াইভস’ চবিতে অভিনয় করেছেন। তিনি বলেছেন, তার ওপর হারভের চালানো পাশবিকতা ছিল ঘৃণাজনক। এতে তিনি বিতৃষ্ণ ও বিব্রত। হারভে উইন্সটেনের বিরুদ্ধে অ্যানজেলিনা জোলি সহ একের পর এক অভিনেত্রী, নারীর যৌন নির্যাতনের অভিযোগে তোলপাড় চলছে পুরো সিনেমা জগতে। সারাবিশ্বে গুরুত্ব দিয়ে এ নিয়ে রিপোর্ট প্রকাশ হচ্ছে। বিশেষ করে পশ্চিমা মিডিয়ায় পত্রিকাগুলোর প্রথম পৃষ্ঠায় প্রাধান্য পাচ্ছে এ সংক্রান্ত রিপোর্ট। তাদের চোখে হারভে উইন্সটেন হলেন হলিউডের মুঘল। দুর্দান্ত প্রভাবশালী। এমন একজন প্রযোজকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আসায় মুখ খুলে দিয়েছেন নির্যাতিত অভিনেত্রীরা। তাদেরই একজন লিসেটে অ্যান্থনি।

হারভে উইন্সটেনের বিরুদ্ধে বৃহস্পতিবার ধর্ষণের অভিযোগ এনেছেন যুক্তরাষ্ট্রের অভিনেত্রী রোজ ম্যাকগোয়েন। এ নিয়ে তার বিরুদ্ধে সরাসরি ধর্ষণের অভিযোগকারী নায়িকার সংখ্যা দাঁড়ালো চার। ওদিকে আরিজোনা রাজ্যে যৌন আসক্তির চিকিৎসা নিচ্ছেন হারভে উইন্সটেন। ২০০৫ সালে তিনি ভাই বব উইন্সটেনের সঙ্গে প্রতিষ্ঠা করেছিলেন প্রযোজক প্রতিষ্ঠান মিরামার। তার বিরুদ্ধে যৌনতার অভিযোগ আসার পর সেই কোম্পানি থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।