অাকাশ বিনোদন ডেস্ক:
হলিউডের শীর্ষ অভিনেত্রীদের যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হার্ভি উইনস্টিনের চোখ পড়েছিলো ভারত সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের দিকেও! তখন তাকে উইনস্টিনের হাত থেকে বাঁচিয়েছিলেন বলেই সম্প্রতি জানিয়েছেন সিমোন শেফিল্ড নামের তার এক সাবেক ব্যাবস্থাপক।
ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে সিমোন বলেন এক অনুষ্ঠানে সাক্ষাৎ হওয়ার পর ঐশ্বরিয়ার দিকে নজর পড়ে উইনস্টিনের। তখন সাবেক এই প্রযোজক শেফিল্ডকে ঐশ্বরিয়ার সঙ্গে ‘ব্যক্তিগত সাক্ষাত’ করিয়ে দেওয়ার জন্য অনুনয়ও করেছিলেন!
শেফিল্ড ওই সময়ের কথা মনে করে বলেন, ‘ঐ সময়ে হলিউডে আমি ঐশ্বরিয়া রাই বচ্চনের প্রচার ব্যবস্থাপক হিসেবে কাজ করতাম। ওই সময় আমার মনে আছে তাকে একাকী পাবার জন্য উইনস্টিন কী হাস্যকর কাজই না করেছিলো একবার! কিন্তু সে ছিলো শূকরেরও অধম। তাই তাকে সাফ বলে দিয়েছিলাম, ঐশ্বরিয়ার টিকিটিও পাবে না তুমি।’
শেফিল্ড আরও জানান, ‘এর জন্য সে আমার সঙ্গে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। বলেছিলো আমার ক্যারিয়ারই শেষ করে দেবে সে!’ গত দুই সপ্তাহে উইনস্টিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন শীর্ষস্থানীয় হলিউডি অনেক অভিনেত্রী। এরমধ্যে রয়েছেন গিনেথ প্যালট্রো এবং অ্যাঞ্জেলিনা জোলিদের মতো তারকারাও।
অতিসম্প্রতি উইস্টিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন অভিনেত্রী রোজ ম্যাকগাওয়েন।
আকাশ নিউজ ডেস্ক 






















