ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

গ্রেটদের পাশে নাম লেখালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ হাজারী ক্লাবে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে এই নতুন মাইলফলক গড়লেন তিনি। আজকের ম্যাচে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান ছিল ৪৯৮৩। নতুন মাইলফলক গড়তে তার দরকার ছিল মাত্র ১৭ রান।

এই সমীকরণে খেলতে নেমে প্রোটিয়া বোলার প্রিটোরিয়াসের বল খেলে পাঁচ হাজারী ক্লাবে নাম লেখান তিনি। পাঁচ হাজারী ক্লাবে নাম লেখানোর পাশাপাশি নতুন আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল। তিনি ১৭৩ ম্যাচে ৫৭৪৩ রান করেছেন।

ওয়ানডেতে পাঁচ হাজার রান তোলার মধ্য দিয়ে তিনি আরও একটি রেকর্ড গড়েন। দুইশতাধিক উইকেট ও পাঁচ হাজার রান নিয়ে তিনি বিশ্বের চার গ্রেট ক্রিকেটারের পাশে নাম লেখান তিনি। ওয়ানডেতে সাকিবের শিকার ২২৪ উইকেট।

ওয়ানডেতে একইসঙ্গে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকারকারী চার গ্রেট ক্রিকেটারের মধ্যে রয়েছেন- শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)।

তবে এই চার গ্রেট ক্রিকেটারের তুলনায় দ্রুততম সময়ে তিনি পাঁচ হাজার ও দুই শতাধিক উইকেট তুলে নেন। এই রেকর্ড গড়তে তিনি খেলেন ১৭৮ ম্যাচ। এর আগে জ্যাক কালিস ২২১ ম্যাচ খেলে এই সবচেয়ে দ্রুততম সময়ে রেকর্ডটি গড়েছিলেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ১৭৮টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রেটদের পাশে নাম লেখালেন সাকিব

আপডেট সময় ০৪:২৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাঁচ হাজারী ক্লাবে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে নেমে এই নতুন মাইলফলক গড়লেন তিনি। আজকের ম্যাচে মাঠে নামার আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের রান ছিল ৪৯৮৩। নতুন মাইলফলক গড়তে তার দরকার ছিল মাত্র ১৭ রান।

এই সমীকরণে খেলতে নেমে প্রোটিয়া বোলার প্রিটোরিয়াসের বল খেলে পাঁচ হাজারী ক্লাবে নাম লেখান তিনি। পাঁচ হাজারী ক্লাবে নাম লেখানোর পাশাপাশি নতুন আরেকটি রেকর্ড গড়েছেন সাকিব। সাকিবের আগে বাংলাদেশের হয়ে পাঁচ হাজারী ক্লাবের একমাত্র সদস্য ছিলেন তামিম ইকবাল। তিনি ১৭৩ ম্যাচে ৫৭৪৩ রান করেছেন।

ওয়ানডেতে পাঁচ হাজার রান তোলার মধ্য দিয়ে তিনি আরও একটি রেকর্ড গড়েন। দুইশতাধিক উইকেট ও পাঁচ হাজার রান নিয়ে তিনি বিশ্বের চার গ্রেট ক্রিকেটারের পাশে নাম লেখান তিনি। ওয়ানডেতে সাকিবের শিকার ২২৪ উইকেট।

ওয়ানডেতে একইসঙ্গে পাঁচ হাজার রান ও ২০০ উইকেট শিকারকারী চার গ্রেট ক্রিকেটারের মধ্যে রয়েছেন- শ্রীলংকার সনাথ জয়াসুরিয়া (৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট), পাকিস্তানের শহীদ আফ্রিদি (৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট) এবং আরেক পাকিস্তানি আব্দুর রাজ্জাক (২৬৫ ম্যাচে ৫০৮০ রান ও ২৬৯ উইকেট)।

তবে এই চার গ্রেট ক্রিকেটারের তুলনায় দ্রুততম সময়ে তিনি পাঁচ হাজার ও দুই শতাধিক উইকেট তুলে নেন। এই রেকর্ড গড়তে তিনি খেলেন ১৭৮ ম্যাচ। এর আগে জ্যাক কালিস ২২১ ম্যাচ খেলে এই সবচেয়ে দ্রুততম সময়ে রেকর্ডটি গড়েছিলেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর ১১ বছরের ক্যারিয়ারে ১৭৮টি ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছেন সাকিব।