অাকাশ জাতীয় ডেস্ক:
রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে রিপন মিয়া (২৬) নামের ইট ভাটার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ৯টার দিকে পুকুর থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। রিপন মিয়া ঢাকার ধামরায়ের ধলা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তেপুকুরিয়া গ্রামে আলাউদ্দিনের ইট ভাটায় রিপন মিয়া দুই দিন আগে শ্রমিকের কাজ শুরু করে। তিনি সকাল সাড়ে ৬টার দিকে পুকুরের ধারে লুঙ্গি, স্যান্ডেল ও মোবাইল রেখে গোসল করতে নামে।
এসময় তিনি পানিতে ডুবে যান। পরে রাজশাহীর ডুবুরি নুরুন্নবীর নের্তৃত্বে দুই ঘণ্টা অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন, বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ।
আকাশ নিউজ ডেস্ক 
























