ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাকা খেয়ে ভোট দিলে নেতা এসে রাস্তা খেয়ে ফেলবে: আখতার হোসেন সুষ্ঠু নির্বাচনে জার্মানির সহায়তা চাইলেন জামায়াত আমির জাতীয় পতাকা হাতে প্যারাস্যুট জাম্প, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ বরেণ্য লোকসংগীতশিল্পী ও মুক্তিযুদ্ধের কণ্ঠযোদ্ধা মলয় কুমার মারা গেছেন ভবিষ্যৎ অর্থনীতির শক্ত ভিত্তি গড়ার দায়িত্ব সরকারের : আশিক মাহমুদ গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বিএনপি : নজরুল ইসলাম খান অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি

তুর্কি বাহিনীর সিরিয়ায় প্রবেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের সামরিক বাহিনী জিহাদি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ঢুকে পড়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র।এদিকে আঙ্কারা জানিয়েছে, সিরিয়া যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহে তাদের একটি ‘নিরাপদ জোন’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে মানবাধিকার বিষয়ক ব্রিটিশ ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘তুর্কি বাহিনীর একটি সামরিক বহর আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলের দিকে যাওয়ার আগে ইদলিব প্রদেশে প্রবেশ করে।’ সেখানে প্রবেশ করা এ সামরিক বহরে কত সৈন্য রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরটি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে তুর্কি কর্মকর্তাদের পাওয়া যায়নি। তবে এরআগে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বিভিন্ন সামরিক যান, অ্যাম্বুলেন্স ও কন্টেইনার সিরিয়া সীমান্তে জড়ো করা হচ্ছে।

সোমবার তুরস্কের সামরিক বাহিনী জানায়, ইদলিব প্রদেশে সামরিক পরিদর্শক অভিযান শুরুর অংশ হিসেবে বিভিন্ন পর্যবেক্ষণ ফাঁড়ি স্থাপনে এ সপ্তাহান্তে ওই এলাকায় প্রাথমিক নিরীক্ষণের কাজ শুরু করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শনিবার ঘোষণা দিয়েছে যে তুর্কি বাহিনীর সহযোগিতায় আঙ্কারাপন্থী বিদ্রোহীরা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে হায়াত তাহরির আল-শাম জিহাদি জোটের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আস্তানা শান্তি প্রক্রিয়া চুক্তি অনুযায়ী একটি নিরাপদ জোন গড়ে তোলার ক্ষেত্রে এ অভিযান রাশিয়া ও ইরানের পাশাপাশি তুর্কি প্রচেষ্টার অংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তুর্কি বাহিনীর সিরিয়ায় প্রবেশ

আপডেট সময় ০৪:৫১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের সামরিক বাহিনী জিহাদি নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে ঢুকে পড়েছে। পর্যবেক্ষকরা একথা জানান। খবর এএফপি’র।এদিকে আঙ্কারা জানিয়েছে, সিরিয়া যুদ্ধ অবসানের প্রচেষ্টার অংশ হিসেবে এ সপ্তাহে তাদের একটি ‘নিরাপদ জোন’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার রাতে মানবাধিকার বিষয়ক ব্রিটিশ ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, ‘তুর্কি বাহিনীর একটি সামরিক বহর আলেপ্পো প্রদেশের পশ্চিমাঞ্চলের দিকে যাওয়ার আগে ইদলিব প্রদেশে প্রবেশ করে।’ সেখানে প্রবেশ করা এ সামরিক বহরে কত সৈন্য রয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

খবরটি নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে তুর্কি কর্মকর্তাদের পাওয়া যায়নি। তবে এরআগে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, বিভিন্ন সামরিক যান, অ্যাম্বুলেন্স ও কন্টেইনার সিরিয়া সীমান্তে জড়ো করা হচ্ছে।

সোমবার তুরস্কের সামরিক বাহিনী জানায়, ইদলিব প্রদেশে সামরিক পরিদর্শক অভিযান শুরুর অংশ হিসেবে বিভিন্ন পর্যবেক্ষণ ফাঁড়ি স্থাপনে এ সপ্তাহান্তে ওই এলাকায় প্রাথমিক নিরীক্ষণের কাজ শুরু করেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান শনিবার ঘোষণা দিয়েছে যে তুর্কি বাহিনীর সহযোগিতায় আঙ্কারাপন্থী বিদ্রোহীরা সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে হায়াত তাহরির আল-শাম জিহাদি জোটের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে আস্তানা শান্তি প্রক্রিয়া চুক্তি অনুযায়ী একটি নিরাপদ জোন গড়ে তোলার ক্ষেত্রে এ অভিযান রাশিয়া ও ইরানের পাশাপাশি তুর্কি প্রচেষ্টার অংশ।